আজ, বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৬


মাগুরায় ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরের ফ্রী মেডিকেল ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদর্শপাড়াস্থ মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে ফ্রী মেডিকেল ক্যাম্প-এর আয়োজন করা হয়েছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে যত্নের সাথে চিকিৎসা সেবা প্রদান করবেন মাগুরার কৃতি সন্তান, সিএমএইচ-এর প্রাক্তন বিভাগীয় প্রধান (কোলরেক্টাল ও জেনারেল সার্জন) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফ্রী মেডিকেল ক্যাম্পে জটিল পাইলস, গেঁজ, ফিস্টুলাসহ মলদ্বারে ব্যথা, পুঁজ পড়া, মলদ্বার ফুলে যাওয়া, পুরাতন আমাশয় এবং দীর্ঘদিনের কোষ্ঠ্যকাঠিন্যে আক্রান্ত রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সেবা প্রত্যাশীদের পূর্ববর্তী চিকিৎসার কাগজপত্র থাকলে অবশ্যই সাথে আনার অনুরোধ করেছেন আয়োজকরা।

উল্লেখ্য, মাগুরাতে পাইলস, গেঁজ, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসায় এ ধরনের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন এই প্রথম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology