আজ, বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩০


মাগুরায় আরো একজনসহ করোনা আক্রান্ত মোট ৭ রোগীর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার আবদুর রহিম (৬৩) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মাগুরা পৌরসভার পুলিশ লাইন এলাকায় বাসিন্দা। এ নিয়ে মাগুরায় মোট ৭ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ছাড়া বুধবার মাগুরায় নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বুধবার একজন স্বাস্থ্য কর্মীসহ ৭ জন নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট ১৭৩ জন করোনা রোগী আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতেমাধ্যে ৬৯ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology