আজ, শুক্রবার | ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ভোর ৫:১৩


মাগুরায় নম:শুদ্র কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার শহরের নতুনবাজার এলাকায় নম:শুদ্র কল্যাণ পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় জেলা নম:শুদ্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কুমার বিশ্বাসের সঞ্চালনায় পরিচালিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নম:শুদ্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সভাপতি অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, জেলা মাইনরটি রাইট ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক মোহিত লাল বিশ্বাস,  সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বিশ্বাস সহ আরও অনেকে।

সভায় বক্তারা মাগুরা পৌরসভা নির্বাচনে জননেত্রি শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থি খুরশিদ হায়দার টুটুলকে নৌকা প্রতীকে ভোট প্রদান এবং উন্নয়নের অংশিদার হতে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology