মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মসজিদ এবং মন্দির ভিত্তিক ৮০টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৮শত শিশুর জন্যে শনিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রি ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে তুলে দেন।
পরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রি পৌঁছে দেয়া হবে।