মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে মাগুরা শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী রায়পাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় উদ্ধারকৃত ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলার হাসুনহাটি গ্রামের আফসার আলীর ছেলে আকতার হোসেন দীর্ঘ ৯ বছর যাবত পারনান্দুয়ালি গ্রামে বসবাস করছেন। সেখানে দুই তলা বিশিষ্ট একটি বাড়িতে তিনি এ সকল ভেজাল শিশু খাদ্য তৈরি করতেন। শিশুখাদ্যের মধ্যে রয়েছে, বরই আচার, তেতুলের আচার, বিভিন্ন কোম্পানির নামে তৈরি চকলেট, চিপস, কোমল পানীয়, আইসবারসহ বিভিন্ন খেলনা সামগ্রী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযুক্ত আকতার হোসেনকে ভোক্তা অধিকার আইনের আওতায় ১ লক্ষ টাকা দণ্ড দেয়া হয়েছে।