আজ, বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৮:২০


মাগুরায় সপ্তকের জমজমাট সাহিত্য আড্ডা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার অন্যতম সাহিত্য সংগঠন সপ্তক সাহিত্য চক্রের ১১ বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

বিকালে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার মিলনায়তনে সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সপ্তকের উপদেষ্টা ঔপন্যাসিক মমতাজ বেগম, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি পরেশ কান্তি সাহা, ইতিহাস গবেষক ডা: তাসুকুজ্জামান, সপ্তকের সহ-সভাপতি অনিল দে মনি, সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান রিঙ্কু , কবি ও নাট্যাভিনেতা নির্মল বিশ্বাস, সঙ্গীত শিল্পী উবায়দুর রহমান, সাংবাদিক আবু বাসার আখন্দ, চিত্রশিল্পী আশীষ রায়, কবি তুষার প্রসূন, হাসান সাব্বির, কমল হাসান প্রমুখ।

আলোচনা শেষে কবি-সাহিত্যিকগণ কবিতা পাঠে অংশ নেন।

পরে কেক কেটে সপ্তকের নতুন বছরে পদার্পন উদযাপন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology