আজ, শনিবার | ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৮:৪০

ব্রেকিং নিউজ :
আবারো সিআইপি সম্মাননা পেলেন বিজনেস আইকন মাগুরার আব্দুল মুক্তাদির শ্রীকোলের ১০টি কেন্দ্রে শাহীনের ভোট মাত্র ১৬৪টি! শ্রীপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান রাজন ৪৩টি কেন্দ্রে প্রথম হয়েছেন বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ

মাগুরা একাডেমি স্কুলের দপ্তরি আলি’র রহস্যজনক মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা এজি একাডেমি বিদ্যালয়ের দপ্তরি আলি’র রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তার এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

আলি (৪৫) মাগুরা শহরের দোয়ারপাড়ার মৃত মহম্মদ উল্লাহর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, তিন বছর আগে প্রথম স্ত্রী রিনা খাতুনের সঙ্গে আলি’র বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর মাস তিনেক আগে আলি পারভিন সুলতানা নামে আরেকটি মেয়েকে বিয়ে করে সংসার করছিলেন। কিন্তু এই বিয়ের পর থেকে প্রথম স্ত্রী রিনা নগদ অর্থের জন্যে আলিকে নানাভাবে হয়রানি করে আসছিলো। শনিবার সকালে রিনা আলিকে শহরের দোয়ারপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার খালাতো বোনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামে। সেখানে রাতের বেলা তার মৃত্যু হয়।

আলি কালিনগর গ্রামের ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে রিনা খাতুন আলি’র পরিবারকে জানায়। কিন্তু এ বিষয়ে রিনার সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে আলি’র বড় ভাই ফারুক হোসেন অভিযোগ করেন, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী রিনা টাকা চেয়ে নানা সময়ে আলিকে হয়রানি করছিলো। সে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্কর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology