আজ, শুক্রবার | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৮

ব্রেকিং নিউজ :
পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু-ধর্ষকের বাড়িতে অগ্নি সংযোগ মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা মাগুরায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল

শালিখা-মহম্মদপুরের ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম নির্বাচিত ওইসব প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, শালিখা উপজেলার চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, ৩নং দীঘা ইউনিয়ন পরিষদের খোকন মিয়া, ৪নং রাজাপুর ইউনিয়নের শাকিরুল ইসলাম শাকিল, ৫নং বালিদিয়া ইউনিয়নের মফিজুর রহমান, ৬নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের উজ্জ্বল আক্তার কাফুর, ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সৈয়দ সিকান্দার আলী মনি, ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের তৈয়েবুর রহমান তুরাপ এবং শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের সিরাজউদ্দিন মন্ডল, ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের আরজ আলী, ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের আনোয়ার হোসেন ঝন্টু, ৫নং শালিখা ইউনিয়ন পরিষদের আলী হুসাইন, ৬নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের বক্তিয়ার উদ্দিন ও ৭নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা।

তবে নির্বাচনের ফলাফল নিয়ে মামলা থাকায় মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদের ঘোষিত চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী শপথ নিতে পারেন নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology