আজ, মঙ্গলবার | ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১২

ব্রেকিং নিউজ :
মাগুরাকে মডেল জেলার রূপ দিতে চান নবাগত পুলিশ সুপার মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ

শ্রীপুরের মাদক ব্যবসায়ী সবুজ মোল্লার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর এলাকার মাদক ও মোবাইল ফোন প্রতারক সবুজ মোল্লার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে এলাকাবাসী। শনিবার সাংবাদিক সম্মেলন করে এ দাবি করা হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহেশপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল শেখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জিয়ারুল শেখ জানান, মহেশপুর গ্রামের মহম্মদ মোল্লার ছেলে মো. সবুজ মোল্লা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ও মোবাইল ফোনের মাধ্যমে টোপ ব্যাবসা নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সম্প্রতি মহেশপুর স্কুলের তিনটি পদে নিয়োগে তার পছন্দের প্রার্থী উত্তীর্ণ না হওয়ায় সবুজ মোল্লা নিজস্ব লোকজন নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ পরীক্ষা কমিটির সদস্যদের আটকে রাখে। পরে রেজ্যুলেশন খাতা, পরীক্ষার খাতা ও ফলাফল শিট জোর করে নিয়ে যায় এবং অফিস ভাংচুর করে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে ২ জনকে নিয়োগ দেয়ার ব্যবস্থা করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলিয়ার রহমান মাগুরা বিজ্ঞ আদালতে মামলা করেছেন, যা এখনো বিচারাধীন।

এদিকে গত ৩০ মার্চ বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য সবুজ নির্বাচিত সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাকে সভাপতি বানানোর জন্য চাপ দেয়। পরবর্তীতে ৬ জন সদস্য বিভিন্ন কৌশলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে এসে সাবেক সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়িকে সভাপতি নির্বাচিত করে।

মাগুরা ডিবির এসআই আলমগীর হোসেন জানান, সবুজকে  ইতোমধ্যে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology