আজ, শনিবার | ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১১:০২

ব্রেকিং নিউজ :
আবারো সিআইপি সম্মাননা পেলেন বিজনেস আইকন মাগুরার আব্দুল মুক্তাদির শ্রীকোলের ১০টি কেন্দ্রে শাহীনের ভোট মাত্র ১৬৪টি! শ্রীপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান রাজন ৪৩টি কেন্দ্রে প্রথম হয়েছেন বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ

শ্রীপুরের শ্রীকোল ইউপিতে মনোনয়ন চাইবেন রাজন

মাগুরা প্রতিদিন ডটকম : শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার দলীয় মনোনয়ন চাইবেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, শ্রীকোল ইউনিয়নে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, ‘আকবর বাহিনী’র প্রয়াত অধিনায়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র মিয়া শরীয়াত উল্লাহ্ রাজন।

রাজন শ্রীকোল ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কুতুব উল্লাহ কুটির আপন ছোট ভাই। ইতিমধ্যেই রাজন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এলাকার সাধারণ জনগণের সাথে মতবিনিময় করছেন। পিতা ও ভাই-এর মতো সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আছেন। রাজন দীর্ঘদিন আমেরিকাতে অবস্থান করলেও এখন নিয়মিত দেশে থাকছেন।

রাজন জানিয়েছেন, তাঁর প্রয়াত পিতা অধিনায়ক আকবর হোসেন দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা হিসেবে সেবা, নেতৃত্ব এবং ভালোবাসা দিয়ে এলাকাবাসীর সাথে যে চিরকালের আত্মিক বন্ধন তৈরি করে গেছেন তা আরো অটুট করতেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘রাজনীতির ময়দানে আমরা অর্থবিত্ত চাই না। আমরা চাই সব দুর্নীতি ও দুর্ভোগ অতিক্রম করে প্রতিটি দরিদ্র জনগণ তাঁর প্রাপ্ত সুবিধা ও সেবা পাক।’ তিনি আরও বলেন,‘ আমাদের পরিবার সাধারণ জনগণের কাছ থেকে ভালোবাসা পেয়েছে। সেই ভালোবাসাই আমাদের শক্তি। আমরা সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই।’

রাজন আরও বলেন, মুক্তিযুদ্ধের আগে তৎকালীন ইউপি নির্বাচনে শ্রীপুর থানাতে আওয়ামী লীগ থেকে নির্বাচিত একমাত্র চেয়ারম্যান ছিলেন আমার পিতা। আর সবাই-ই ছিলেন মুসলিম লীগ সমর্থিত। পিতার আদর্শ বুকে ধরেই এগিয়ে যেতে চাই। শ্রীকোলবাসীকে ভালোবাসা দিয়ে আমাদের বুকে ধরে রাখবো।’

এদিকে রাজন মনোনয়ন চাইবেন এমন খবরে শ্রীকোল ইউপিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology