আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৫


শ্রীপুরে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্যা নবুয়ত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, দুলাল মোল্যা, মিঞা সাহাদত হোসেন, আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার আশা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বহাল রাখার দাবির পাশাপাশি স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology